call for order

call for order
call for order

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

Ruti Maker Bangladesh


                                                             Rutimaker in Bangladesh



 Sellsbd Easy Ruti Maker


সেলসবিডি ইজি রুটি মেকার
সেলসবিডি ইজি রুটি মেকার - রুটি সংশ্লিষ্ট বিভিন্ন রেসিপির রুটি প্রস্তুতের জন্য একটি আদর্শ রুটি মেকার। এর মাধ্যমে কাঁচা ও সিদ্ধ আটার ও ভুট্টার আটার রুটি ও পরাটা, পুরি, পিঠা খুব সহজেই তৈরি করতে পারবেন।
সেলসবিডি ইজি রুটি মেকার দ্বারা রুটি ও পরাটা বানানোর নিয়মঃ
ক) প্রথমে টগবগে গরম পানিতে পরিমাণ মতো আটা বা চাউলের গুড়ি সাথে পরিমাণ মতো লবণ ও কয়েক ফোঁটা খাবার তেল মিশিয়ে কয়েক মিনিটি নাড়ান।আধা সিদ্ধ (প্যাকেটের আটা) আটার জন্য তেল কয়েক ফোঁটা বেশি দিন। এতে রুটি তৈরি করা সহজ হবে এবং রুটি পেপারটা অনেকদিন টিকবে।
পরাটা বানাতে প্রথমে খামিটি পরিমাণমতো তেল দিয়ে আধাঘন্টা যাবত রেখে দিবেন। খামিটি নরম হলে তারপর গোল্লা তৈরি করুন।
লুচি ও পুরি তৈরি করতে খামিতে তেল মিশিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে। পুরি তৈরির ক্ষেত্রে আটা ভালো করে মলে তার ভিতরে ডাল/আলু সেদ্ধ ইত্যাদি একেবারে মিহি করে দিতে হবে।
খ) নাড়ানো হলে ভালো করে মলে খামি তৈরি করুন এবং ছোট ছোট বলের আকৃতি তৈরি করুন।
গ) ছোট ছোট আটার গোল্লাগুলো রুটি মেকারের মাঝামাঝি জায়াগায় রাখুন।
ঘ) এরপর রুটি মেকারের হেন্ডল দিয়ে গোল্লাটি চাপ দিন ১/২ সেকেন্ড।আপনার পছন্দ মতো রুটি হয়ে যাবে।
ঙ) এরপর রুটিটি আটার গুড়ি মিশিয়ে ঝেড়ে ফেলুন এবং গরম তাওয়ায় রুটিটি ভেজে নিন। রুটি  ভাজার সময় খুন্তি বা হাতা দিয়ে দুবার উল্টিয়ে কাপড় দিয়ে চেপে ধরুন দেখবেন রুটি সুন্দর ফুলে উঠেছে।
চ) এর সাহায্যে খুব দ্রুত লুচি ও পুরি তৈরি করা যায়।
ছ) রুটি মেকারে প্রস্তুতকৃত রুটি চাপের প্রকারভেদ এবং আটার ধরণের জন্য সঠিকমতো গোল বা পাতলা না হয় তাহলে আটার গোল্লার আকার ছোট করে দেখুন। আর চাপ দিযে দুই এক সেকেন্ড ধরে রাখুন।দেখবেন সঠিক মতো গোল এবং পাতলা হবে।


সেলসবিডি ইজি রুটি মেকার পেপার 
রুটি মেকার এর পেপারটা আপনার পছন্দমতো সময় পর্যন্ত দিন ব্যবহার করার পর পরিবর্তন করুন।কতদিন ব্যবহার করার পর পরিবর্তন করবেন তা আপনার ব্যবহারের ‍উপর নির্ভর করে।
সাধারণত রুটিমেকার এর পেপার ছয়মাস পর্যন্ত ব্যবহার করা যায়।নিয়মিত পরিষ্কার পরিছন্ন রাখলে রুটি পেপার যতদিন টিকে ততদিন ব্যবহার করা যায়।
রুটি মেকার এর পেপার ভালো রাখার জন্য রুটি মেকার এর পেপার এর উপর আটার গুড়া ছিটাবেন না। রুটি মেকার পেপার নষ্ট হয়ে গেলে খুব সহজেই পরিবর্তন করা যায়। পেপার টা একটানে উঠিয়ে নতুন পেপার সমান এবং টান টান করে বিছিয়ে দুই পাশে চাপ দিয়ে দিন।  
রুটি মেকার এর সাথে অতিরিক্ত দুইটি পেপার দেয়া হয়। এই দুইটি পেপার শেষ হয়ে যাওয়ার পর আপনারা নিজেরাই রুটি মেকার এর পেপার তৈরি করতে পারবেন। অথবা আমাদের কাছ থেকে নিতে পারবেন।

সেলসবিডি ইজি রুটি মেকার এর সাইজঃ তিন ধরনের সেলসবিডি ইজি রুটি মেকার পাওয়া যায়।
১) 8.5 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি = 1700 টাকা
2) 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি = 1800 টাকা
3) 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি = 2200 টাকা।
সেলসবিডি ইজি রুটি মেকার ওয়ারেন্টি- 06 (ছয়) মাস






*** রুটি মেকার ক্রয়ের সময় দুইটি অতিরিক্ত রুটি মেকার পেপার এবং ইউজার ম্যানুয়াল বুঝে নিন।
যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন।
buy 8.5x8.5 inch ruti maker

buy 9x9 inch rutimaker

buy 10x10 rutimaker


01714892092
মূল সাইট- sellsbd.com
ফেসবুকে- fb/sellsbd

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন